আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৫ আগস্ট ২০১৫

ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা শাখা। বুধবার দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমন্ত মাহাতোর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক হুরেন মুর্মু।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশের আদিবাসীরাও দেশের বিভিন্ন অঞ্চলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করলেও বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে পালন করে না। তাই আদিবাসী জনগণ এ দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়ে আসছে।

কিন্তু সরকার আদিবাসীদের দাবি আজও মেনে নেয়নি। বরং সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আদিবাসীদের `আদিবাসী` হিসেবে স্বীকৃতি না দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। যা আদিবাসীদের জন্য লজ্জাজনক। এছাড়াও বক্তারা সারাদেশে আদিবাসীদের ওপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, ভূমি থেকে উচ্ছেদ ইত্যাদি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের বিচারের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন- জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডী, সহসাধারণ সম্পাদক গনেশ মার্ডি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, জাতীয় আদিবাসী পরিষদের দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।