বাঘাইছড়িতে চাঁদাবাজ আটক


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৫ আগস্ট ২০১৫

রাঙামাটির বাঘাইছড়িতে চাঁদা আদায়কালে বীভিষিকাময় চাকমা কন্টি (৪৫) নামে একজনকে আটক করেছেন বিজিবির সদস্যরা। বুধবার সকালে উপজেলার রুপকারী ইউনিয়নের বারবিন্দুঘাট এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটকদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই, কয়েকটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।

তিনি জানান, আটক ব্যক্তিকে বাঘাইছড়ি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বীভিষিকাময় চাকমার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

বিজিবির মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, আটক ব্যক্তি জেএসএস (সংস্কার) দলের একজন পেশাদার চাঁদা আদায়কারী। সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

সুশীল প্রসাদ চাকমা/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।