ফতুল্লায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা


প্রকাশিত: ০১:২১ পিএম, ০৫ আগস্ট ২০১৫

নারায়ণগঞ্জ ফতুল্লায় চলন্ত বাস থামিয়ে ফিল্মী স্টাইলে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।
 
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, মামলার এজাহারে কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাত লোকজন এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তবে এ হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব রয়েছে।
 
ওসি আরো জানান, ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। ওই তথ্য যাচাই বাছাই চলছে।
 
তবে এ ব্যাপারে পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন বিকেলে সাংবাদিকদের জানান, ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি আছে। যতটুকু ক্লু পাওয়া গেছে তদন্তের স্বার্থে এক্ষুনি তা প্রকাশ করা যাচ্ছেনা। কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে বলেন, আশা করছি অচিরেই হত্যাকারীরা চিহ্নিত হবে ও ধরা পড়বে।
 
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৯ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুর এলাকাতে নারায়ণগঞ্জগামী উৎসব পরিবহনের একটি বাস থামিয়ে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সে ফতুল্লা রেলস্টেশন এলাকার হানিফ হাজীর ছেলে।
 
মো. শাহাদাৎ হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।