চুয়াডাঙ্গায় কোটি টাকার স্বর্ণসহ দুইজন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:১৭ এএম, ১২ জুলাই ২০১৮

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর কাস্টমসে কোটি টাকার স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দাররা। বুধবার দুপুরে বেনাপোল শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক দুইজন হলেন- ঢাকার নবাবগঞ্জ সদর উপজেলার কান্দামাত্রা গ্রামের গোসাই মোন্ডলের ছেলে দীপক মন্ডল (৫১) ও একই গ্রামের যোগেশ মল্লিকের ছেলে প্রভাত মল্লিক (৪৫)।

অভিযানকালে তাদের শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২ কেজি ৬শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে চোরাচালানী মামলা দায়ের করে দামুড়হুদা থানা পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।