৪ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্র রাহাত


প্রকাশিত: ১১:৪০ এএম, ০৫ আগস্ট ২০১৫

শেরপুর থেকে অপহৃত স্কুলছাত্র আরাফাত ইসলাম রাহাত (৮) চারদিনেও উদ্ধার হয়নি। এদিকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার আটকদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শেরপুরের মূখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটকরা হলেন, সদর উপজেলার বয়ড়া পরাণপুর গ্রামের মতিউর রহমানের ছেলে এবং অপহৃত শিশুর খালু মো. আব্দুল লতিফ (২২), একই গ্রামের লতিফের বন্ধু ফারুক মিয়ার ছেলে রবিন মিয়া (২০) এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমরান হাসানকে (২১)।
 
শিশু রাহাত শেরপুর জেলা শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গালর্স স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং শহরের গৃর্দানারায়ণপুর এলাকার কাঠের আসবাবপত্র ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম খোকন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে রাহাত স্কুল থেকে বাসায় আসে। দুপুরে খাওয়ার পর সে তার বাবা শহিদুলের সঙ্গে দেখা করার জন্য বিকাল ৩টার দিকে মোবাইল ফোন নিয়ে বের হয়ে যায়। কিন্তু পথিমধ্যে শিশু রাহাতকে তার খালু আব্দুল লতিফসহ কয়েকজন অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটির সঙ্গে থাকা মোবাইল ফোন থেকেই তার বাবার নম্বরে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ওইদিনই শিশু রাহাতের বাবা ঘটনাটি পুলিশকে অবহিত করেন এবং পুলিশ সঙ্গে সঙ্গে প্রযুক্তি ব্যবহারসহ অন্যান্য কৌশল অবলম্বন করে শিশু রাহাতকে উদ্ধারে তৎপর হয়ে উঠে। সোমবার মুক্তিপণের টাকাসহ সদর উপজেলার মুন্সীর চর এলাকায় যেতে বলে। সেখান থেকে পুলিশ খালু আব্দুল লতিফ ও তার বন্ধু রবিন মিয়াকে আটক করলেও শিশু রাহাতের খোঁজ মেলেনি।

আটকদের দেয়া তথ্য অনুসারে, গত দুইদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালালেও শিশু রাহাতের সন্ধান পাওয়া যায়নি।
    
বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের পরিচালক তরুণ চক্রবর্তী জানান, রাহাত খুবই মেধাবী ছাত্র। সে প্লে থেকে প্রথম স্থান অধিকার করে আসছে। তার অপহরণের ঘটনায় আমরা দারুণভাবে মর্মাহত।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অপহৃত রাহাতকে উদ্ধারে সকল ধরনের চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে।

হাকিম বাবুল/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।