রংপুরে ১৮ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১০ জুলাই ২০১৮
ছবি-ফাইল

রংপুর মহানগরীর হাজিরহাট এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার বেলাল হোসেন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন নগরীর উত্তম বেতার পাড়া মহল্লার মৃত ইসহাক ওরফে আতার আলীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে পুলিশ জানিয়েছে।

রংপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখতারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৪টার দিকে রংপুর নগরীর হাজিরহাট এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই ডাকাত সর্দার বেলাল হোসেন নিহত হন। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত বেলালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ১৮টি মামলা আছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।