গোবিন্দগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৯ জুলাই ২০১৮
ছবি-প্রতীকী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার কালিতলা বালুয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সোমা পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী আগমনী পরিবহনের বাস দুইটি কালিতলা বালুয়া বাজার এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন ও আহত হন প্রায় ৩০ জন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রওশন আলম পাপুল/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।