১১ গরু মৃত্যুর ঘটনায় ১০ লাখ টাকা ক্ষতিপূরণ


প্রকাশিত: ০৬:২০ এএম, ০২ অক্টোবর ২০১৪

নারায়ণগঞ্জে শীতলক্ষ্মা নদীতে ট্রলার ডুবিতে ১১ গরু মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে কতৃপক্ষ। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ আবদুল লতিফের হাতে সেলিম ওসমানের পক্ষ থেকে নগদ ১০ লাখ টাকা তুলে দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না।

জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ব্যক্তিগত তহবিল থেকে ৩ লাখ ও সারুলিয়া হাটের ইজারাদার বাকি ৭ লাখ টাকা প্রদান করেন।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে গরুর হাট নিয়ে জবরদস্তির এক পর্যায়ে ট্রলার ডুবে গেলে ১১টি গরু মারা যায়। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।