স্বাধীনতার ৪৪ বছর পর আলোকিত গ্রাম


প্রকাশিত: ০৬:০৯ এএম, ০৫ আগস্ট ২০১৫

স্বাধীনতার ৪৪ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাহাড়ি অঞ্চলের বেলতৈল গ্রাম। মঙ্গলবার টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন সুইচ টিপে গ্রামটিকে আলোকিত করেন।

এ উপলক্ষে বেলতৈল গ্রামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুশান্ত রায়, মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি, সম্পাদক এম এ কদ্দুস, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শামীম আল মামুন, আজাহারুল ইসলাম প্রমুখ।

বিদ্যুৎ সংযোগ পেয়ে বেলতৈল গ্রামের বাসিন্দা ঠাণ্ডু মিয়া, মোতালেব হোসেন, ইব্রাহিম মিয়া, গৃহিণী রহিমা বেগম, সাফিয়া বেগম, শাহানাজ বেগম, রহিমা বেগম ও ফজিরান বেগম বলেন, যেখানে হাজার হাজার টাকা দিয়েও বিদ্যুৎ পাওয়ার সুযোগ ছিল না, সেখানে বিনা খরচে বাড়িতে বিদ্যুতের বাতি জ্বলছে। বাতি জ্বলার আগে বিশ্বাস করতে পারছিলাম না সত্যিই আমরা বিদ্যুৎ পাবো। বেলতৈল গ্রামটি সম্পূর্ণ সরকারি খরচে ৬০টি মিটার সংযোগের মাধ্যমে বিদ্যুতায়ায়িত করা হয়।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।