বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙতে গিয়ে যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:০২ পিএম, ০৬ জুলাই ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় হাতুড়ি দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙতে গিয়ে সারওয়ার উদ্দিন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে আটটার দিকে জেলা শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে পুলিশ তাকে আটক করা হয়।

তিনি পৌর শহরের শিমরাইলকান্দি মহল্লার তাহের উদ্দিনের ছেলে। তবে পরিবারের দাবি, সারওয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। মনোরোগ বিশেষজ্ঞ ডা. মুহিত কামালের চিকিৎসাধীন রয়েছেন সারওয়ার।

পুলিশ জানায়, রাতে সারওয়ার হাতুড়ি নিয়ে পৌরআধুনিক সুপার মার্কেটের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুরের চেষ্টা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সারওয়ারের বড় ভাই সালাহ্ উদ্দিন সাংবাদিকদের বলেন, ঢাকার কেরানীগঞ্জের একটি মাদরাসায় পড়তো সারওয়ার। কয়েক বছর ধরে সারওয়ার মানসিকভাবে অসুস্থ। বিকেল থেকে তাকে আমরা খুঁজে পচ্ছিলাম না।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জাগো নিউজকে বলেন, সারওয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।