পাবনায় পদ্মায় ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৬ জুলাই ২০১৮
প্রতীকী ছবি

পাবনায় পদ্মা নদীতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এরা হলো, ওই গ্রামের আমিরুল সরদারের ছেলে জিম (৭) এবং আমিরুলের ভাই আলম সরদারের মেয়ে আঁখি (৮)। বিকেল সাড়ে ৫টায় জিমের মরদেহ উদ্ধার করা হলেও রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আঁখির মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পদ্মার চর থেকে চিনা বাদাম গাছ তুলে নদী তীরে গাছ থেকে বাদাম ছাড়াচ্ছিলেন অমিরুল ও আলম সরদারের স্ত্রী। এসময় জিম ও আঁখি তাদের মায়ের কাছেই খেলা করছিল। দুপুর আনুমানিক ২টার দিকে মায়েদের চোখ ফাঁকি জিম ও আঁখি পদ্মা নদীতে নেমে পড়ে এবং তলিয়ে যায়।

গ্রামবাসী এবং নদীতে মাছ ধরতে আসা জেলেরা দীর্ঘ ৩ ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে জিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একে জামান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।