বেনাপোলে শিশুসহ ২৪ বাংলাদেশি আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৬ জুলাই ২০১৮

সীমান্তের অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ ২৪ বাংলাদেশি নারী পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে পাঁচ শিশু, দশ নারী ও নয় পুরুষ রয়েছে। আটকদের বাড়ি নড়াইল, ফরিদপুর, বাগেরহাট ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য পুটখালী গ্রামের উত্তর পাড়ার একটি বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তের ১৬২ আর পিলারের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

জামাল হোসেন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।