আজকেও দেশে ফিরছেন না ১৫৯ অভিবাসী


প্রকাশিত: ১০:৩২ পিএম, ০৪ আগস্ট ২০১৫

মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে শনাক্ত হওয়া ১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্বিতীয়বারের মতো স্থগিত করেছে মিয়ানমার। মঙ্গলবার রাত ৯টায় বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনার জন্য বুধবার সকাল সাড়ে ১০টায় মিয়ানমারে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে যে পতাকা বৈঠক হওয়ার কথা ছিল অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

এর আগে গত ৩০ জুলাই ১৫৯ বাংলাদেশিকে ফেরত আনার কথা থাকলেও ঘূর্ণিঝড় কোমেনের কারণে তা স্থগিত করা হয়েছিল। মিয়ানমারের সঙ্গে আলোচনা করে পরবর্তী তারিখ নির্ধারণ করে এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে।

কক্সবাজারের পুলিশ সূত্র জানায়, ১৫৯ জন অভিবাসীর মধ্যে নারায়ণগঞ্জের ১২ জন, কিশোরগঞ্জের ১৩ জন, চট্টগ্রামের ১৮ জন, ফরিদপুরের ১২ জন, হবিগঞ্জের ১৭ জন, নরসিংদীর ৮০ জন, নওগাঁর দুজন, নাটোরের একজন, শরিয়তপুরের তিনজন ও বরিশালের একজন।

উল্লেখ্য, গত ২২ জুলাই মিয়ানমার থেকে তৃতীয় দফায় ১৫৫ জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়। এর আগে গত ১৯ জুন দ্বিতীয় দফায় ৩৭ জন ও ৮ জুন প্রথম দফায় ১৫০ জন অভিবাসী দেশে ফিরে আসেন।

## কোমেনের কারণে ১৫৯ অভিবাসীর দেশে ফেরা স্থগিত

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।