নদীর স্রোতে ভেসে গিয়ে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৫ জুলাই ২০১৮
ছবি-ফাইল

কক্সবাজারের রামুর ঈদগড়ে ঢলের স্রোতে ভেসে গিয়ে হাবিবুর রহমান (৩২) নামে শ্রমজীবী এক যুবক নিখোঁজ রয়েছে। বুধবার সন্ধ্যায় ইউনিয়নের বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবক হাবিবুর ঈদগড় ইউনিয়নের বড় বিল চরপাড়ার বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকালে প্রতিদিনের ন্যায় হাবিবুর রহমান রাবার বাগানের কাজ শেষে নদী পার হয়ে বাড়ি ফিরছিল। এ সময় নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বুধবার বিকালে ভারি বর্ষণে ঈদগড় ফুলেরশ্বরী নদীতে তীব্র বেগে ঢল নামে। তখন পার হতে গিয়ে স্রোতে ভেসে গেলে তাকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বদুরুজ্জামান বলেন, হাবিবুর রহমানকে উদ্ধারের চেষ্টা চলছে।

ঈদগড় পুলিশ ফাঁড়ির আইসি এএসআই মোর্শেদুল আলম বলেন, ঘটনাটি শুনার পর থেকে স্থানীদের সঙ্গে পুলিশও তল্লাশীতে যোগ দিয়েছে।

সায়ীদ আলমগীর/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।