ঈশ্বরদীতে জাল নোটসহ কিশোর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১১:০৭ এএম, ০৫ জুলাই ২০১৮
ছবি-প্রতীকী

 

পাবনা জেলার ঈশ্বরদীর পাকশী থেকে চল্লিশ হাজার টাকার জাল নোটসহ সুজন আলী (১৮) নামে এক কিশোরকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

আটককে বৃহস্পতিবার পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা থেকে তাকে আটক করা হয়। আটক সুজন চাঁদপুর জেলা শহরের সিরাজ আলীর ছেলে।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজিবুল করিম জানান, কুরবানির ঈদকে সামনে রেখে পাবনায় জাল নোট সরবরাহকারীদের আনাগোনা বৃদ্ধি পেয়ে থাকে। সুজন আলী ঈশ্বরদী থেকে সিএনজিতে করে পাবনা শহরে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিএনজিটি ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা নামক স্থানে থামানো হয়। এ সময় সুজনের শরীর তল্লাশি করে ৪০টি এক হাজার টাকার জাল নোট জব্দ ও তাকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা নথিভুক্ত করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে ওই আসামিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।