সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত


প্রকাশিত: ০৬:২০ পিএম, ০৪ আগস্ট ২০১৫

খুলনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ইলিয়াস বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড ফরহাদ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলার কয়রা উপজেলা সংলগ্ন সুন্দরবনে এ ঘটনা ঘটে। র‌্যাব-৬ এর মুখপাত্র এম এম শাকিলুর রহমান জানান, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, বনদস্যুদের তৎপরতার খবর পেয়ে স্কোয়াড্রন লিডার ফয়সালের নেতৃত্বে র‌্যাবের একটি দল সুন্দরবনের গহীনে কয়রা উপজেলা সংলগ্ন আলকি এলাকায় অভিযান চালায়। এ সময় দস্যুরা র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে।

এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির মধ্যে পড়ে বনদস্যু ইলিয়াস বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ফরহাদ নিহত হন। বন্দুযুদ্ধের ঘটনায় র‌্যাবের দুই সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে র‌্যাব। তবে তার সঠিক সংখ্যা জানা যায়নি।

আলমগীর হান্নান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।