সৌদিতে নিহত জসিমের বাড়িতে শোকের মাতম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:৪৫ এএম, ০৫ জুলাই ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রবাসী মো. জসিম উদ্দিন সৌদি আরবে সড়ক দুর্ঘটায় নিহত হয়েছেন। নিহত জসিম উপজেলার পশ্চিম কুমড়াকাপন এলাকার হাজী জামাল উদ্দিনের ছেলে।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার দিবাগত রাত ৪টায় তার মৃত্যু হয়। মৃত্যু সংবাদ দেশে আসার পর জসিমের পরিবারে চলছে শোকের মাতম।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন জসিম। গত ২৩ জুন সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। আহতবস্থায় তাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১১ দিন চিকিৎসা চলার পর গত মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

বুধবার মৃত্যুর খবর কমলগঞ্জের পশ্চিম কুমড়াকাপনস্থ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছালে জসিমের বৃদ্ধ মা ও শিশু পুত্র, স্ত্রী, ভাইসহ স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েন।

তার স্বজনদের জোর দাবি, যতদ্রুত সম্ভব সরকারি অর্থায়নে নিহত জসিমের মরদেহ যেন দেশে আনার ব্যবস্থা করা হয়।

রিপন দে/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।