চট্টগ্রামে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খালে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৪ জুলাই ২০১৮

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজের রেলিং ভেঙে মালবাহী ট্রাক খালে পড়েছে। বুধবার ভোরে চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজে এ ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চন্দনাইশ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি খালে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পড়ে যায়।

তিনি বলেন, এখনও পর্যন্ত কেউ আহত হয়নি। তবে ওই ট্রাকে থাকা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের আচার নদীর স্রোতে ভেসে যায়। ভারী বর্ষণে বরুমতি খালটি তখন উত্তাল ছিল।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এই গুরত্বপূর্ণ বরুমতি ব্রিজটি দীর্ঘদিনের পুরাতন। ব্রিজের তলদেশ থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন করায় ব্রিজটি নড়বড়ে হয়ে পড়েছে।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।