দেশে ফিরেছেন রেলপথমন্ত্রী


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৪ আগস্ট ২০১৫

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে ১৬ দিন পর দেশে ফিরেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম আসনের এমপি ও রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।  এ সময় মন্ত্রীকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে মন্ত্রীর সংসদীয় আসন কুমিল্লার চৌদ্দগ্রাম ছাড়াও কুমিল্লা ও দেশের বিভিন্নস্থান থেকে দলীয় নেতাকর্মী বিমানবন্দরে সমবেত হয়।

এর আগে সিঙ্গাপুর সময় বেলা ৩টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মি.) চাঙ্গী বিমানবন্দর থেকে মন্ত্রী বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করেন।  মন্ত্রীর মিডিয়া কর্মকর্তা এস.এন ইউসুফ এসব তথ্য জানিয়েছেন।

গত ১৬ জুলাই দুপুরে রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।  তাৎক্ষণিকভাবে তাকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।  প্রাথমিক চিকিৎসার পর গভীর রাতে তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়।  ওই হাসপাতালের ডাক্তারের পরামর্শে ১৯ জুলাই (ঈদের দিন) ভোরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে মন্ত্রীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।  সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দেয়া হয়।  ১৬ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে মন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরলেন।  এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন তার (মন্ত্রীর) স্ত্রী হনুফা আক্তার রিক্তা, একান্ত সচিব কিবরিয়া মজুমদার, এপিএস জসিম উদ্দিন, ভাতিজা বাহার মিয়া, যুবলীগ নেতা খোরশেদ আলম।  বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী তার বেইলী রোডের সরকারি বাসভবনে যান।

কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।