রামগঞ্জে ব্রিজ দেবে ঝুঁকিপূর্ণ পারাপার
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিঞ্চভল্লবপুর গ্রামে পানি উন্নয়ন (পাউবো) খালের ওপর নির্মিত ব্রিজের মাঝের অংশ দেবে গেছে। এতে চলাচলের বিকল্প ব্যবস্থা না থাকায় দাসপাড়া-বিঞ্চভল্লবপুর গ্রামের কয়েক হাজার মানুষ চরম ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। যে কোনো সময় ব্রিজটি ধসে পড়ে প্রাণহাণির আশঙ্কা করা হচ্ছে ।
এলাকাবাসী জানায়, উপজেলাব্যাপি গত এক মাস ধরে টানা বৃষ্টি চলছে। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দেবে যাওয়া ব্রিজের সঙ্গে লাগোয়াসহ ওই খালের বিভিন্ন স্থানে বাশেঁর খুঁটি, অবৈধ নেট জাল দিয়ে মাছের ঘের নির্মাণ করা হয়। এতে পানির চাপে ব্রিজটির মাঝের অংশ দেবে যায় বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবদুল মতিন বলেন, বৃষ্টিতে মাছের ঘেরের কারণে ব্রিজের উত্তরে দেড় থেকে দুই ফুট পানির উচ্চতা থাকে। পানির দক্ষিণ দিকে চাপে ব্রিজ দেবে যায়।
লামচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজ উল্যাহ বলেন, পাউবো কর্মকর্তাদের অর্থ বাণিজ্য ও দায়িত্বে অবহেলার কারণে দাসপাড়ায় স্লুইচ গেইট অকেজো এবং বিঞ্চভল্লবপুরে ব্রিজ দেবে যাওয়ার ঘটনা ঘটছে।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু বলেন, ব্রিজ দেবে যাওয়ার বিষয়টি পাউবো’র কর্মকর্তাদের অবগত করা হয়েছে।
কাজল কায়েস/এসএস/এমআরআই