হাতিয়ায় ২৪ লাখ গলদা চিংড়ির পোনা উদ্ধার
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারে অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ গলদা চিংড়ির পোনা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেঘনার তমরদ্দি এলাকায় ‘আল্লারদান’ নামের একটি যাত্রীবাহী ট্রলার থেকে পোনাগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার চরচেঙ্গা থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা আল্লারদান নামের একটি যাত্রীবাহী ট্রলারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ট্রলারে থাকা ১২টি বড় ড্রাম থেকে প্রায় ২৪ লাখ গলদা চিংড়ির পোনা উদ্ধার করা হয়। তবে পাচার চক্রের কোনো সদস্য না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, গলদা চিংড়ির পোনাগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে হাতিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
মিজানুর রহমান/এসএস/আরআইপি