রাজশাহীতে ৪ হাজার হেক্টর জমির ফসল পানির নিচে
গত কয়েক দিনের টানা বর্ষণে রাজশাহীর বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় চার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে এবার আউশ-আমনের লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না বলে মনে করছেন কৃষক ও কৃষি বিভাগ। তবে পানি নেমে গেলে এই ক্ষতির পরিমাণ কমে আসবে বলেও কৃষকরা ধারণা করছেন।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এবার রাজশাহীতে আউশ আমনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭২ হাজার ৩শ’ ২৫ হেক্টর। এর মধ্যে চাষ হয়েছে ৫০ হাজার ৩শ’ ৬০ হেক্টর। বৈরী আবহাওয়ার কারণে এবার ২২ হাজার হেক্টর জমিতে আউশ আমন চাষ করা সম্ভব হয়নি। গত চার দিনের টানা বর্ষণের ফলে রাজশাহীর ৯ উপজেলায় পানির নিচে নিমজ্জিত রয়েছে ২ হাজার ৫শ’ হেক্টর আউশ ও ১ হাজার ৪শ’ ৫০ হেক্টর রোপা ও ৭শ’ হেক্টর জমির শাকসবজি।
জেলার কয়েকটি উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে আমন ও আউশ ধান পানির নিচে তলিয়ে গেছে সেগুলো পানি নেমে যাওয়ার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এছাড়া ইতোমধ্যে তলিয়ে যাওয়া অনেক আমন ধান নষ্ট হয়ে গেছে। তবে কিছু ধান ক্ষেত পানি নেমে গেলে আবার সোজা হয়ে দাঁড়াতে পারবে বলে মনে করছেন কৃষকরা।
এ ব্যাপারে রাজশাহী অাঞ্চলিক কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার আমিনুর ইসলাম জাগো নিউজকে জানান, এবার আউশ-আমন ধানের উৎপাদন ভালো হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু গত চার দিন ধরে চলা ভারী বর্ষণের ফলে এই সম্ভাবনা অনেকটাই নিরাশ হয়ে গেছে। শুরুতে চাহিদা মত বৃষ্টির পানি পাওয়ায় এবার অনেক আগে থেকে আউশ আমনের চাষ শুরু হয়।
কিন্তু কিছু সময়ের ব্যবধানে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এতে নিচু এলাকার জমিতে আউশ আমনের চাষ করা সম্ভব হয়নি। অনেক এলাকায় জমি তৈরি করার পর পানিতে তলিয়ে যাওয়ায় ধান রোপণ করা যায়নি। ফলে এবার আউশ আমনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে।
শাহরিয়ার অনতু/এসএস/পিআর