নারী নিয়ে ফুর্তি করতে গিয়ে ভুয়া পুলিশ কর্মকর্তা ধরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:২২ এএম, ৩০ জুন ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারী নিয়ে ফুর্তি করতে গিয়ে ভুয়া পুলিশ কর্মকর্তাসহ চারজন এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতেনপাড়া এলাকার হাজী ইসরাফিলের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- পুলিশের এএসআই পরিচয় দেয়া প্রতারক ফারুক, তার বন্ধু কাউসার, সুজন, শরীফ ও খুশি ওরফে রিয়া।

এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৮টার দিকে প্রতারক ফারুকসহ তার বন্ধুরা এক নারীকে নিয়ে ওই বাসায় ঢোকেন। দীর্ঘক্ষণ ধরে ঘরের দরজায় বন্ধ থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। একপর্যায়ে কাছে গিয়ে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। এ সময় তারা ঘরের ভেতরে সবাইকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করে পুলিশে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই কামরুল ইসলাম ওই চারজনকে থানায় নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, ফারুক প্রথমে নিজেকে পুলিশের এএসআই পরিচয় দেয়। পরে খোঁজ নিয়ে জানা গেছে ওই পরিচয় ভুয়া। সে মূলত একজন প্রতারক।

হোসেন চিশতী সিপলু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।