কুমিল্লায় শিশুসহ ৮ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২৯ জুন ২০১৮

কুমিল্লায় শিশুসহ ৮ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারত সীমান্তবর্তী আশাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির হাবিলদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল বৃহস্পতিবার বিকেলে ভারত সীমান্তের ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আশাবাড়ী এলাকা থেকে শিশু সন্তানসহ ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা এক বছর আগে মায়ানমার থেকে ভারতের আসামে পাড়ি জমিয়েছিল এবং আসাম হতে ত্রিপুরা বর্ডার হয়ে তারা বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করেছে। রাতে বিজিবি তাদেরকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটকরা হলেন, মায়ানমারের আকিয়াব জেলার মংডু থানার বিভিন্ন গ্রামের নুরুল ইসলাম, জিয়া রহমান, হোসেন আহাম্মদ, সুয়া বিবি, রহমত উল্লাহ, মাহমুদা খাতুন, তার শিশু কন্যা জিনুয়ারা ও শিশু ছেলে আজিজুর রহমান।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ওসি এসএএম শাহজাহান কবির জানান, শুক্রবার আটকদেরকে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।