দর্শনায় ১৩টি স্বর্ণের বারসহ ভারতগামী যাত্রী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৯ জুন ২০১৮

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্টে ১৩টি স্বর্ণের বারসহ ভারতগামী পাসপোর্ট যাত্রী দেলোয়ার হোসেনকে (৫০) আটক করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ।

আটক দেলোয়ার হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চরবিন্নি গ্রামের মৃত ওমেত শেখের ছেলে। উদ্ধারকৃত স্বর্ণ শুক্রবার বিকেলে দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রাণী দত্ত ও তার টিম।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রাণী দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম দর্শনা চেকপোস্টে অবস্থান নিয়েছিলেন।

এরপর শুক্রবার দুপুরে ভারতগামী যাত্রী দেলোয়ার হোসেনের সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৪শ গ্রাম এবং মূল্য আনুমানিক ৭২ লাখ টাকা। আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান মামলা দায়ের এবং তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সালাউদ্দিন কাজল/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।