চট্টগ্রামে মাছ ও সবজি বাজারে উত্তাপ
একদিকে বৈরি আবহাওয়া বিরাজ করায় সাগরে মাছ ধরতে পারছেন না জেলারা। অপরদিকে টানা বর্ষণে নষ্ট হয়ে গেছে অধিকাংশ সবজি ক্ষেত। আবহাওয়ার এই দুই বিরূপ প্রভাবে উত্তাপ বেড়েছে চট্টগ্রামের কাঁচাবাজারে। এ কারণে প্রায় দুই সপ্তাহ ধরে চট্টগ্রামে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি ও মাছ। আর এ সুযোগে বেশি দাম নেয়া হচ্ছে মুরগিতেও।
ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন স্থানে বন্যা ও টানা বৃষ্টিতে ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। বৃষ্টিতে শাকসহ পচনশীল সবজির সরবরাহ কমে গেছে। এ কারণে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাঁচামরিচে। বৃষ্টির এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে প্রতিটি সবজির দাম আরও বেড়ে যাবে।
শুক্রবার (২৯ জুন) সকালে নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। এছাড়া প্রতিকেজি শসা ৪৫ টাকা, টমেটো ৭০ টাকা, কাকরোল ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, করলা ৫০ টাকা, চিচিঙ্গা ৫৫-৬০ টাকা, পটল ৪০ টাকা, শিম ৫০-৫৫ টাকা, ঢ়েঁড়স ৬০-৭০ টাকা, বরবটি ৬০ টাকা, দেশি লাউ ৩৫ টাকা, কাঁচা পেঁপে ২৫ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা, কচুর ছড়া ৪০ টাকা, ললিত আলু ২০ টাকা এবং দেশি আলু ৪০ টাকা।
অপরদিকে মাঝারি সাইজের এক আঁটি মিষ্টিকুমড়া শাক বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা, পাট শাক ১৫-২০ টাকা, লাল শাক ১০-১৫ টাকা, পুঁই শাক ১৫-২০ টাকা, পালং শাক ১৫ টাকা এবং জোড়া আঁটি কলমী শাক ১০-১৫ টাকা।
আর মাঝারি আকারের প্রতিকেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০-৩৫০ টাকা, কাতলা ৩০০-৪০০ টাকা, চিংড়ি আকার ভেদে ৪৮০-৬০০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০ টাকা, পাঙ্গাস ১৫০ টাকা, মলা মাছ ১৬০ টাকা, লইট্টা ১২০ টাকা, চাষের কই ৪০০ টাকা, কাঁচকি ১৮০ টাকা, বাটা মাছ ৪৫০ টাকা, কোরাল ৪৬০-৫২০ টাকা, রূপচাঁদা (সাদা) ৯০০ টাকা, রূপচাঁদা (কালো) ৫০০ টাকা এবং মাঝারি আকারের ইলিশ প্রতিকেজি বিক্রি ৬৫০-৮০০ টাকা।
বহদ্দারহাট কাঁচাবাজারের ব্যবসায়ী মো. রুবেল জাগো নিউজকে বলেন, ‘এবার চট্টগ্রামে ব্যাপক বৃষ্টি হচ্ছে। সবজি আসবে কোথা থেকে? অধিকাংশ ক্ষেত নষ্ট হয়ে গেছে। এ কারণে দাম বেড়েছে, সামনে আরও বাড়বে।’
ফিশারিঘাটের আড়তদার জয়নাল জানান, আবহাওয়া খারাপ থাকায় জেলেরা গত কিছুদিন ধরে সাগরে মাছ ধরতে যেতে পারেনি। ফলে মাছের বাজারে সরবরাহ কম। তবে আগামী ৫-৬ দিনের মধ্যে জেলেরা সাগরে যেতে পারলে ৮-১০ দিনের মধ্যে বাজারে মাছের নতুন চালান চলে আসবে এবং তখন দাম কমতে শুরু করবে।
গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা, লেয়ার মুরগি ২১০-২২০ টাকা, পাকিস্তানি সোনালী মুরগি ৩০০-৩২০ টাকা ও দেশি মুরগি কেজিতে ৪২০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাড়সহ গরুর মাংস ৫০০ টাকা, হাড় ছাড়া ৫৮০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫০-৭০০ টাকা দরে।
আবু আজাদ/এমএমজেড/এমএস