এবার খুলনায় পেটে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা


প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৩ আগস্ট ২০১৫

সিলেটের শিশু রাজনের পর এবার খুলনা নগরীতে ঘটেছে নির্মম শিশু হত্যাকাণ্ড। নতুন কর্মস্থলে যোগদান করায় রাকিব (১২) নামের এক শিশুর পেটে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে। মলদ্বারে কমপ্রেসার মেশিন ঢুকিয়ে দিয়ে বাতাস প্রবেশ করানো হয় রাকিবের পেটে।

নির্মম এ হত্যাকাণ্ডটি ঘটেছে নগরীর টুটপাড়া কবরখানা এলাকায়। সোমবার বিকেলে নির্যাতনের পর রাত ১২টার দিকে মৃত্যু হয়েছে পেটের দায়ে কাজ করতে আসা শিশু শ্রমিক রাকিবের। হত্যাকাণ্ডে অভিযুক্ত হলেন রাকিবের কর্মস্থল শরিফ মোটর্স এর মালিক শরিফ ও তার সহযোগী মিন্টু। হত্যাকাণ্ জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী শরিফ, মিন্টু এবং তাদের স্বজনদের পিটুনি দিয়েছে বলে জানা গেছে।

রাকিবের পারিবারিক সূত্র জানায়, কর্মস্থল ছেড়ে অন্য গ্যারেজে কাজ করার অপরাধে রাকিবের মলদ্বারে কম্প্রেসার মেশিন দিয়ে তার পেটে হাওয়া ঢুকিয়ে নির্যাতন করেন শরিফ ও মিন্টু। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসক রাকিবকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় আসার পথে রাত ১২টার দিকে মারা যায় রাকিব।

রাকিবের বাবা আলম হাওলাদার জানান, বিকেলে গ্যারেজ মালিক শরিফ ও তার সহযোগী মিন্টু মিলে রাকিবকে ধরে তার মলদ্বারে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেয়ার পাইপ ঢুকিয়ে দেন। এতে রাকিবের পেট ফুলে গেলে সে অজ্ঞান হয়ে যায়। পরে নির্যাতনকারী দু‘জনই রাকিবকে খুমেকে ভর্তি করে এবং তার পরিবারকে খবর দেয়।

পুলিশ সূত্র জানিয়েছে, এ হত্যাকাণ্ডে দু’জনকে আটক করা হয়েছে। তবে, সে দু’জনের পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি।

আলমগীর হান্নান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।