বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, হেলপার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:২৬ এএম, ২৬ জুন ২০১৮
ছবি-প্রতীকী

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি রাস্তার উপর পড়ে থাকায় সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ জানান, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী রয়েল ডাচ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ভদ্রঘাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ১০ জন যাত্রী। আহতদের মধ্যে বাসযাত্রী ছাড়াও পথচারীও রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

কামারখন্দ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ রয়েছে। পুলিশ কাজ করছে। তবে দ্রুত সময়ের মধ্যে যানজট ক্লিয়ার করা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।