মেঘনায় বাল্কহেড ডুবে একজন নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৫ জুন ২০১৮

চাঁদপুরের মেঘনায় সোমবার বিকেলে বালু ভর্তি এমভি হাজী সালামের ধাক্কায় এমভি দুলাল নামে একটি বাল্কহেড ডুবে যায়। এ সময় এমভি দুলালের সহকারী মাস্টার রিপন শেখ নিখোঁজ হয়েছে। বাকি সাতজন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়।

মোহনপুর পুলিশ ফাঁড়ির এসআই ইন্দ্রজিত জাগো নিউজকে জানান, এ ঘটনায় এমভি হাজী সালাম বাল্কহেডটি আটক করা হয়েছে। এদিকে সোমবার শহরে বিকল্প লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় দুদিন আগে নিখোঁজ এমভি ইমাম-২ লঞ্চের কর্মচারী সেলিমের লাশ উদ্ধার করা হয়।

গত শনিবার বিকেলে চাঁদপুর লঞ্চঘাটে লঞ্চের পাখায় পেঁচানো জাল সরাতে গিয়ে মেঘনা নদীতে ডুবে যায় লঞ্চ কর্মচারী মো. সেলিম মিয়া। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকায়।

ইকরাম চৌধুরী/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।