ফের প্লাবিত পরশুরামের ১৪ গ্রাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৫ জুন ২০১৮

ফেনীর পরশুরাম উপজেলায় আবারও ১৪ গ্রাম প্লাবিত হয়েছে। রোববার রাতে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গ্রামগুলো প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানায়, চলতি মাসের ১৩ মে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী ও কহুয়া নদীর ১৪টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি নেমে যাওয়ার পরও বাঁধগুলো সংস্কার না করায় রোববার রাতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বেড়ে আবারও গ্রামগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।

সোমবার ভোর থেকে ভাঙা বাঁধগুলো দিয়ে পানি ঢুকে পরশুরাম উপজেলার দূর্গাপুর, রামপুর, রতনপুর, চিথলিয়া, জয়পুর, ঘনিয়ামোড়া, সাতকুচিয়া, নোয়াপুর, অলোকা, শালধর, কুন্ডেরপাড়, মালিপাথর ও নীললক্ষিসহ অন্তত চোদ্দাটি গ্রাম প্লাবিত হয়।

বন্যার পানিতে নতুন করে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার সত্যতা নিশ্চিত করে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান উদ্দিন মিলন বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।