ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২৫ জুন ২০১৮
ছবি-প্রতীকী

ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কোচের ধাক্কায় নাজনীন (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত নাজনীন বালিয়াডাঙ্গী উপজেলার ছোটপলাশবাড়ী গ্রামের নাজিরুল ইসলামের মেয়ে এবং কালমেঘ আর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্রী।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের কালমেঘ বারঢালী মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছাত্রী নাজনীন বাইসাইকেলে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা বালিয়াডাঙ্গীগামী শ্যামলী পরিবহন কোচটি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষনিক বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পৌঁছার আগেই নাজনীন মারা যায়।

অন্যদিকে বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কের সমিরউদ্দীন কলেজ মোড়ে ট্রাকের ধাক্কায় এক পথচারী আহত হয়েছেন। 
বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহতে ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিউল এহসান রিপন/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।