নড়াইলে ড. রথীন্দ্রনাথ বোসের মৃত্যুতে স্মরণসভা


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৩ আগস্ট ২০১৫

নড়াইলের কৃতি সন্তান, বিশিষ্ট গবেষক ড. রথীন্দ্রনাথ বোস এর অকাল মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি হলরুমে রথীন্দ্রথান বোস স্মরণ পর্ষদ, নড়াইলের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন রথীন্দ্রনাথ বোস স্মরণ পর্ষদের আহ্বায়ক সাইফুর রহমান হিলু।

এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, অধ্যাপক মলয় কান্তি নন্দী, রাবেয়া ইউসুফ, রওশনারা কবীর লিলি প্রমুখ।

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার বমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন ড. রথীন্দ্রাথন বোস। সলিড টিউমার ক্যান্সার প্রতিরোধী ওষুধ আবিষ্কার করেন তিনি। ক্যান্সারেই আক্রান্ত হয়ে গত ১০ জুলাই হিউস্টন ক্যান্সার সেন্টার আমেরিকায় ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাফিজুল নিলু/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।