গাজীপুরের নির্বাচনে থাকছে ৬০০ র‌্যাব সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৪ জুন ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনীকাজে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৫৭টি ওয়ার্ডে র‌্যাবের ৫৭টি টহল দল মোতায়েন করা হয়েছে। রোববার রাতে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, আগামী ২৬ জুন র‌্যাব-১ ব্যাটালিয়নের আওতাধীন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব-১ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনীকাজে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। মোট ৬০০ জন র‌্যাব সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্বে নিয়োজিত থাকবেন।

মোট ৫৭টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ১টি করে মোট ৫৭টি টহল দল মোতায়েন করা হয়েছে। প্রতি টহলে আটজন করে জনবল থাকবে। প্রতি ৪ ওয়ার্ডে একজন করে মোট ১৪ জন অফিসার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। সার্বক্ষণিক তদারকি কাজে নিয়োজিত থাকবেন র‌্যাব-১ উত্তরার অধিনায়ক মো. সারওয়ার-বিন-কাশেম।

আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।