প্রীতি হ্যান্ডবল খেলতে বিজিবি দল ভারতে


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৩ আগস্ট ২০১৫

ভারতে একটি প্রীতি হ্যান্ডবল ম্যাচে অংশ নিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৮ সদস্যের হ্যান্ডবল দল সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছে। বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের লক্ষে এ ম্যাচের আয়োজন করা হয়েছে।

আগামী ৫ আগস্ট বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন উপলক্ষে নয়াদিল্লির বিএসএফ সদর দফতর স্টেডিয়ামে এ প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিজিবির ১৮ সদস্যের হ্যান্ডবল দলের নেতৃত্বে রয়েছেন এডি মতিউর রহমান এবং কোচের দায়িত্ব পালন করছেন ৪০ বিজিবির নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন। এর আগে বিজিবির হ্যান্ডবল দল বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার ভিরেন্দর মিনা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় বিএসএফ ক্যাম্প কমান্ডার ভিরেন্দর মিনা সাংবাদিকদের বলেন, বিজিবি-বিএসএফের মধ্যকার এ প্রীতি হ্যান্ডবল ম্যাচ দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে বড় ভূমিকা রাখবে।

বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন জাগো নিউজকে জানান, আগামী ৮ আগস্ট বিজিবি হ্যান্ডবল দল দেশে ফিরে আসবে।

 
মো. জামাল হোসেন/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।