বাস-লেগুনা সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ৬
গাজীপুরের টঙ্গীতে বাস-লেগুনা সংঘর্ষে চার পুলিশসহ ৬জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগরীর চেরাগআলী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, কনস্ট্রেবল শহিদুজ্জামান, মজিবুর রহমান ও নূর মোহাম্মদ। তবে বাকী আহতদের নাম-পরিচয় জানা যায় নি।
টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, সোমবার বিকেল ৪টার দিকে চেরাগআলী এলাকায় পুলিশ বহনকারী একটি লেগুনা রাস্তা পার হতে গিয়ে মোড় নিলে ঢাকা থেকে জয়দেবপুরগামী ঢাকা পরিবহনের একটি বাস লেগুনা ও মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনার মধ্যে থাকা পুলিশের এক এসআই, তিনজন কনস্ট্রেবল, লেগুনা ও এক মোটরসাইকেল চালক আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। কনস্ট্রেবল শহিদুজ্জামান ও লেগুনা চালককে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ বাসটি আটক করেছে।
মো. আমিনুল ইসলাম/এসএস/পিআর