মাগুরায় ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৪:৫৯ এএম, ২২ জুন ২০১৮

মাগুরায় ইয়াবাসহ ওমর আলী (২৩) নামের এক বিজিবি সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজারে কর্মরত আটক বিজিবি সদস্য ওমর আলী উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া গ্রামের হাফিজার মোল্যার ছেলে। আটক অপর সহযোগীর নাম জসিম উদ্দিন।

মাগুরার পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ রেজোয়ান জাগো নিউজকে জানান, ওই বিজিবি সদস্য ঈদের ছুটিতে বাড়ি এসে তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে এলাকার মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করছেন, এমন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগীকে আটক করে। তাদের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন এ কর্মকর্তা।

মো. আরাফাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।