রাজশাহীতে ১৮ মাদকসেবীর দণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২১ জুন ২০১৮

রাজশাহীতে পৃথক অভিযানে আটক ১৮ মাদকসেবীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল পৌনে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালিয়ে রাজশাহী নগরীর হোসনিগঞ্জ পদ্মাপাড় এলাকা থেকে তাদের আটক করে র‌্যাবের অপরাধ দমন বিশেষায়িত কোম্পানির (সিপিএসসি) একটি দল। অভিযানে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পদ্মাপাড়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে ১৮ জনকে আটক করা হয়। এরা সবাই মাদকসেবী। প্রকাশ্যে মাদক সেবন করছিলেন তারা। অভিযানে ১১২ গ্রাম গাঁজা, ৪টি কলকি এবং ৩টি দিয়াশলাই উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয় আটককৃতদের।

র‌্যাব আরও জানায়, আটককৃতদের ৭ জনকে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ৮ জনকে ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও বাকি ৩ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। তাৎক্ষনিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে ছাড়া পান অভিযুক্তরা।

কারাদণ্ডপ্রাপ্তদের আইনী প্রক্রিয়া শেষে রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত গাঁজাসহ অন্যান্য উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ফেরদৌস সিদ্দিকী/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।