আমের ট্রাকে ফেনসিডিল, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২০ জুন ২০১৮

রাজশাহীর পুঠিয়ায় আমের ট্রাক থেকে ৯০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঝলমলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জামালপুর জেলার শরিষাবড়ি উপজেলার রায়দেরপাড়া বালিয়া এলাকার আলমগীর হোসেন (২৮) ও রাজশাহী নগরীর হাদিরমোড় এলাকার আরিফ হোসেন (২৯)।

এ ঘটনায় ৪৯০ ক্যারেট আমসহ ট্রাকটি জব্দ করে র‌্যাব। পরে এনিয়ে পুঠিয়া থানায় মামলা হয়েছে।

বিকেলে গণমাধ্যমকে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অপরাধ দমন বিশেষায়িত কোম্পানির (সিপিএসসি) একটি দল ঝলমলিয়া বাজারে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আম বোঝাই ট্রাকটি জব্দ করে। গ্রেফতার করে ওই দুজনকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন মাদক ব্যবসায় নিজেদের সম্পৃক্ততার দায় স্বীকার করেন। পরে এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয় র্যাব।

ফেরদৌস সিদ্দিকী/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।