২২ ঘণ্টা পর বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০৩ আগস্ট ২০১৫

২২ ঘণ্টা পর বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে প্রশাসনের নিরাপত্তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এতে করে দুপুর থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে অভ্যন্তরীণ ও দুরপাল্লা রুটের বাস চলাচল শুরু হয়।

সংশ্লিষ্টরা জানায়, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলা সংলগ্ন সড়কে রোববার সকালে স্থানীয় টেম্পু শ্রমিকরা বিক্ষোভ করে আগৈলঝাড়া উপজেলায় বাস চলাচল বন্ধ করে দেয়। এর প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘট আহ্বান করলে দুপুর ১টার পর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও সন্ধ্যার পর দুরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইউনুস আলী খান, পুলিশ প্রশাসন সড়ক পথে নিরাপত্তার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এদিকে, মহাসড়কে টেম্পু-অটোরিকশা চলতে দেয়ার দাবিতে সোমবারও বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় টেম্পু শ্রমিকরা।

সাইফ আমীন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।