সৌদিতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই প্রবাসীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৮ জুন ২০১৮

সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। শনিবার গভীররাতে দেশটির রিয়াদের চোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে এয়াছিন ওরফে ফকির (৩৪)।

নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও এয়াছিনের প্রতিবেশী ফরিদ আহমদ ভূঁইয়া সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদের চোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতেন কামরুল ইসলাম ও এয়াছিন। ওই ফ্যাক্টরির একটি কক্ষে তারা রাত যাপন করতেন।

শনিবার গভীররাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসায় থাকা দুই প্রবাসীসহ সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ছৌমুছি হাসপাতাল মর্গে পাঠায়। নিহত কামরুল ইসলাম ও এয়াছিন দুই সন্তানের জনক। দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

কামাল উদ্দিন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।