সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৩ আগস্ট ২০১৫

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা শাকিল হোসেন (৪২) নিহত হয়েছেন। সোমবার বেলা ১০টার দিকে কুমিল্লা-বুড়িচং সড়কের কালকেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল বুড়িচং উপজেলার সদরের আবদুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচংয়ের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শাকিল হোসেন কুমিল্লা শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার কালকেরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোমতী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাকিল হোসেন মৃত্যু হয়।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।