বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৭ জুন ২০১৮
ফাইল ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন সুরেন বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তি। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রুপাকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত সুরেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নের সদস্য বলে দাবি করেছে সংগঠনটি। তিনি ওই ইউনিয়নের দোখাইয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)। তবে ইউপিডিএফ তা অস্বীকার করেছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার সময় নিজ বাড়িতে আমাদের কর্মী সুরেনকে হত্যা করে ইউপিডিএফের সন্ত্রাসীরা। তারা পার্বত্য চট্টগ্রামে হত্যার রাজনীতি সৃষ্টি করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই। এটা তাদের নিজেদের আন্তঃকোন্দল হতে পারে। ইউপিডিএফ হত্যার রাজনীতি বিশ্বাস করে না।

বাঘাইছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, রুপাকার ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।