গাজীপুরে সাংবাদিকের হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৩ আগস্ট ২০১৫

গাজীপুরের কাপাসিয়ায় এক সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় তারা দৈনিক নয়া দিগন্তের কাপাসিয়া প্রতিনিধি মো. আবু সাইদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। হামলায় ওই সাংবাদিকের বাবা, মা ও একজন কাজের ছেলে আহত হয়েছেন। রোববার গভীর রাতে উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে সাংবাদিক আবু সাইদের পরিবারের সঙ্গে প্রতিবেশি সফুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। আর এ বিরোধের জেরে গভীর রাতে সফুল মিয়া ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে আবু সাইদের বাড়িতে হামলা চালায়। এ সময়  সন্ত্রাসীরা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে দুইটি বসত ঘরসহ চারটি ঘর ভেঙে ফেলে। এক পর্যায়ে সন্ত্রাসীরা আবু সাইদকে বেধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেড়ে দেয়।



সন্ত্রাসীরা আবু সাইদের বৃদ্ধ বাবা কুয়াদ আলী মাস্টার, মা সালেহা খাতুন ও কাজের ছেলে ইব্রাহিমকেও মারধর করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে পাঠায়। পরে আবু সাইদকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্যাহ সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
                            
আমিনুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।