সিলেটে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ০৩ আগস্ট ২০১৫

সিলেটে ১৫ দিনব্যাপি বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। র‌্যালিটি ক্বীনব্রিজ চত্বর থেকে শুরু হয়ে নগরের কোর্ট পয়েন্ট ঘুরে পুনরায় ক্বীনব্রিজ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে মেলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট কলামিস্ট ও বৃক্ষ প্রেমিক আফতাব চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা দেলওয়ার হোসেন প্রমুখ।

সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এই মেলার আয়োজন করেছে। মেলা চলবে আগামী ১৭ আগষ্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ছামির মাহমুদ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।