যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৫ জুন ২০১৮

আষাঢ়ের প্রথম দিনে শুক্রবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

যশোর আবহাওয়া অফিস জানিয়েছে, যশোরসহ খুলনাঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে যশোরে সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন এই জেলায় সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সারাদেশের মধ্যে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল।

এদিকে তীব্র তাপদাহে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে। বিকেলে বড়বাজারে ঈদের কেনাকাটা করতে আসা চাচড়া এলাকার জসিম উদ্দিন জানান, রোজা থেকে বাজারে এসে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এখন কোনো মতে বাড়ি ফিরতে পারলেই বাঁচি।

দড়াটানায় রিকশাচালক আবুল কাশেম জানান, দুই প্যাডেল রিকসা চালালেই মাথা ঘুরে উঠছে। গরমে প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়েছে।

মিলন রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।