বগুড়ায় মাদক ব্যবসায়ী ডিপজলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৫ জুন ২০১৮
ছবি-ফাইল

বগুড়ায় একাধিক মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রেজাউল করিম ডিপজলের (৩৬) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, তিন রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাতে মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস এলাকায় দু’দল দুর্বৃত্তের মধ্যে গুলিবিনিময় হচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে ডিপজলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত ডিপজল শহরের মালগ্রাম উত্তরপাড়ার আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মোট ১০টি মামলা রয়েছে। ২০১৭ সালের ৮ মার্চ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে কর্তব্যরত অবস্থায় ছুরিকাঘাত করে আহত করেছিলেন ডিপজল।

লিমন বাসার/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।