পুরস্কৃত করা হলো ৮৫ হাজার টাকা ফেরত দেয়া রিকশাচালককে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৫ জুন ২০১৮

কুড়িয়ে পেয়ে ৮৫ হাজার টাকা ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপনকারী সেই রিকশাচালক আক্তারুজ্জামানকে পুরস্কৃত করেছে সিলেট জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে তাকে পুরস্কৃত করা হয়।

গত বুধবার রিকশাচালকের সন্ধান চায় সিলেট জেলা প্রশাসন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার মেলে তার খোঁজ। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার নোয়াপাড়া গ্রামে। বাবা মৃত মো. আব্দুল হামিদ খান। বর্তমানে তিনি সিলেট নগরের বালুচর এলাকায় বসবাস করছেন।

পরে সিলেট জেলা প্রশাসক নুমেরী জামানের পক্ষ থেকে রিকশাচালক আক্তারুজ্জামানকে ঈদের জন্য পাঁচ হাজার টাকা দেয়া হয়। ঈদের পর তাকে আর ভালোভাবে পুরস্কৃত করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়েছে।

ছামির মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।