ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ০৩ আগস্ট ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের ট্যাংকেরপাড়স্থ মুক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে `বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংঘ` আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম দুলাল প্রমুখ।

`আমাদের জাতির পিতা` শীর্ষক এ চিত্রাঙ্কন প্রতিযোগীতায় শতাধিক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।