এক রাতের বৃষ্টিতেই ডুবে গেছে কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৪ জুন ২০১৮

বুধবার রাতের টানা বৃষ্টিতে ডুবে গেছে কুড়িগ্রাম শহরের বিভিন্ন অফিস-আদালত। জেলা প্রশাসকের কার্যালয়, ফায়ার সার্ভিস, খাদ্য গুদামসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধা তৈরি হয়েছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।

পৌর মেয়র আব্দুল জলিল জানান, বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের পানি নিষ্কাশনের জন্য আমাদের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষ ড্রেনের উপরই দোকানঘর নির্মাণ করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। তবে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেব।

জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন বলেন, এটি প্রতি বছরই হয়। তবে আমি স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেব।

রাজারহাট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ৯১ মিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নাজমুল হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।