গোবিন্দগঞ্জে দু’বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৪ জুন ২০১৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আহসান হাবীব জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘দুই কন্যা’ পরিবহনের একটি বাস ও গাইবান্ধা থেকে ছেড়ে যাওয়া বগুড়াগামী ‘মায়ের আর্শিবাদ’ পরিবহনের বাস দুটি গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ থানার পুলিশ এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

রওশন আলম পাপুল/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।